দেশে ডায়াবেটিক ফুট সংক্রান্ত জটিলতার কারণে অঙ্গচ্ছেদের হার অত্যন্ত বেশি। ২০১৯ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশে শনাক্ত হওয়া ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল প্রায় ৮৫ লাখ। বাস্তবে এ সংখ্যা আরও বেশি।
দেশে ডায়াবেটিক ফুট সংক্রান্ত জটিলতার কারণে অঙ্গচ্ছেদের হার অত্যন্ত বেশি। ২০১৯ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশে শনাক্ত হওয়া ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল প্রায় ৮৫ লাখ। বাস্তবে এ সংখ্যা আরও বেশি।
ডায়াবেটিস রোগীদের অন্যতম প্রধান সমস্যা হলো পায়ের ক্ষত, যা ডায়াবেটিক ফুট নামে পরিচিত। সময়মতো শনাক্তকরণ ও চিকিৎসা না করালে অঙ্গহানি হওয়ার ঘটনাও ঘটতে পারে।
বিষয়টির দিকে দেশের শীর্ষ সার্জন এবং চিকিৎসকদের নিয়ে গঠন করা হয়েছে বাংলাদেশের প্রথম পডিয়াট্রি অ্যাসোসিয়েশন। এ উদ্যোগের লক্ষ্য সংক্রমণ, অঙ্গচ্ছেদ এবং লিম্ব স্যালভেশন সমস্যাগুলোর সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির দ্বারা সমাধান করা। যেখানে সহায়ক ভূমিকা পালন করছে একাগ্রা হেলথ।
নতুন এই পডিয়াট্রি অ্যাসোসিয়েশন পায়ের যত্নে সর্বাধুনিক প্রযুক্তি ও সেবার প্রয়োগ নিশ্চিত করবে, যা অঙ্গচ্ছেদের ঝুঁকি কমাতে সহায়ক হবে।
বিশ্ব পডিয়াট্রি দিবস উপলক্ষে, ৮ অক্টোবর ঢাকার গ্রিন গার্ডেন, ড্যাফোডিল প্লাজাতে অ্যাসোসিয়েশনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. নুরুল আলম। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের পায়ের যত্নের ভবিষ্যৎ ও সর্বাধুনিক চিকিৎসা নিয়ে আলোচনা করেন।
এই অ্যাসোসিয়েশন বাংলাদেশের চিকিৎসা খাতে এক নতুন মাইলফলক, অসংখ্য রোগীর জন্য আশার আলো নিয়ে আসবে এবং তাদের জীবনমান উন্নত করবে বলে দাবি বক্তাদের।
০৪টি কলেজের পাঠদানের অনুমতি প্রত্যাহার এবং ০১টি কলেজের পাঠদানের অনুমতি স্থগিতকরণ প্রসঙ্গে।
January 27, 2025
Comments 0